করোনায় আক্রান্ত কোচ জেমি ডে

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৪৩ পূর্বাহ্ণ

নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে ধাক্কা খেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের হেড কোচ জেমি ডে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত শনিবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ডে। রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান। ‘কাল তার পরীক্ষা করা হয়েছিল। আজ সকালে রিপোর্ট এসেছে কোভিড-১৯ পজিটিভ। কোচকে আইসোলেশনে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি তাকে আরেকবার পরীক্ষা করাতে।’ দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে দুই দলের খেলোয়াড়দেরও পরীক্ষা করা হয়েছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাফুফে।
কোচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রোববার সকালের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ আবার কোচ জেমি ডে’র করোনা টেস্ট করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি মেজাজে সাকিবের অনুশীলন
পরবর্তী নিবন্ধক্রিকেট মাঠে আপাতত দর্শক থাকছে না