করোনাকালের অর্জন

তপন কান্তি ধর | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতি একদিন না একদিন তার প্রতিশোধ নেবেই। তাতে মানুষ কতখানি অসহায় হয়ে পড়ে তা আমরা দেখেছি বারবার বিভিন্ন সময়ে। তবে এর একটা ভালো দিকও আমরা লক্ষ্য করেছি। গত ৫১ বছর ধরে ভূ-প্রকৃতি দিবস পালন হয়ে আসছে, যখন থেকে বোঝা গিয়েছে যে, পৃথিবীর বাসিন্দা হিসেবে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য আছে। এই পৃথিবীতে আমরা যারা বাস করি তাকে যেন আমরা আরো একটু বাসযোগ্য করে তুলতে পারি। কিন্তু এই ৫১ বছরে কাজ কতটুকু হয়েছে? বলতে গেলে কিছুই না! আমরা সকলেই দিনের পর দিন, বছরের পর বছর পৃথিবীকে আরো বেশি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সভ্যতার অগ্রগতির নামে। আজ এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কল-কারখানায় উৎপাদন সীমিত এবং বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে কম। গাড়ি চলছে না, তাতেও গ্যাস নির্গত হচ্ছে না এবং আস্তে আস্তে মনে হচ্ছে যেন পৃথিবীতে আরো কিছু ফুল ফুটছে, পাখি ডাকছে, আমরা আর একটু নির্মল বাতাস পাচ্ছি। যদি করোনার প্রাদুর্ভাব কেটে যাওয়ার পরেও এটা আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে সেটা হবে মহামারী থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা।পৃথিবীকে আমরা আবার যদি আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি তাহলে সেটাই হবে করোনাকালের বড় অর্জন।

পূর্ববর্তী নিবন্ধসভ্য, সুন্দর ও মানবিক হোক আমাদের মানসিকতা
পরবর্তী নিবন্ধতিনি নেই, আছে তাঁর কীর্তি