করোনাকালীন সময়ে লায়ন সদস্যদের স্ব স্ব অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। করোনার ২য় ঢেউ হানা দিলে পরিবর্তিত পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য লায়ন সদস্যদের প্রস্তুত থাকতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের ভার্চুয়াল বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে সদ্য প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এ কথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট আবু নাসের রনির সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএলটি জেলা কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা। বক্তব্য রাখেন লায়ন তাপন কান্তি দত্ত, মোসলেহ উদ্দিন খান, মো. ইসমাইল চৌধুরী, এস কে পালিত, ডা. গোপাল ভট্টাচার্য্য, সাধন কুমার ধর, নিশাত ইমরান, রেবেকা নাসরীন, আবিদা মোস্তফা, আবদুর রব শাহীন, নামজুল সাকের, নূরুল আলম, সোহেল খান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, নাজমুল হক চৌধুরী, পিআর সিংহ, মঞ্জুর আলম মঞ্জু, সিলভেস্টার বার্নাডেট, লিটন দত্ত, আবু নাসের, মহাদেব ঘোষ, মিলন চৌধুরী প্রমুখ। সভায় ক্লাব কর্তৃক বিভিন্ন প্রজেক্ট সমূহ বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।