দি চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর প্রকোপ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের এ সময়ে সমাজের স্বল্প আয় ও প্রান্তিক জনগণের প্রতি মানবিক সহযোগিতা অব্যাহত রাখতে ব্যবসায়ী সমাজকে আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে চেম্বার সভাপতি বলেন, গত দেড় বছরেরও অধিক সময় ধরে করোনা মহামারীর কারণে বাংলাদেশসহ সারা বিশ্ব এক কঠিন সময় অতিবাহিত করে আসছে। করোনার সংকটময় এই সময়ে দেশের অর্থনীতি নানামূখী চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও বর্তমান সরকার দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে নানামূখী প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন যার সুফল আমরা ভোগ করছি। কিন্তু, অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জীবন রক্ষা এবং করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণরোধ করার লক্ষ্যে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলমান রয়েছে। এমন অবস্থায় তিনি জীবন ও জীবিকার সমন্বয় সাধনপূর্বক স্বল্প আয়ের জনগণের জন্য ভোগ্যপণ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি অঙিজেন সিলিন্ডার, মাস্ক, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, রোগী পরিবহন সেবা, স্যানিটাইজার এবং ফিল্ড হাসপাতাল তৈরি ইত্যাদি সেবামূলক কর্মকাণ্ডে অতীতের ন্যায় বর্তমানেও ব্যবসায়ী ও বিত্তবানদের স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মাহবুবুল আলম আসন্ন কোরবানিতে ত্যাগের মহীমায় উজ্জ্বীবিত হয়ে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মানব সেবায় সকলকে আত্মত্যাগ করারও অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।