করোনা সচেতনতায় বিভিন্ন স্থানে পুলিশের মাস্ক বিতরণ

আজাদী ডেস্ক | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের (বন্দর-ট্রাফিক) উদ্যোগে নগরীর ইপিজেড মোড় এলাকায় পথচারী ও গাড়ির চালক-হেলপারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে কর্মসূচির উদ্বোধন করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর-ট্রাফিক) শাকিলা সোলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন এসি আশরাফ, মিজানসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। এসময় চালক-হেলপারদের উদ্দেশে শাকিলা সোলতানা বলেন, মাস্ক ছাড়া গাড়িতে কোনো যাত্রী বহন করা যাবে না। করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে।

চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। গতকাল রোববার দিনব্যাপী উপজেলার দোহাজারী পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসএএফ) শামসুল আরেফিন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার, ওসি (তদন্ত) মো. মজনু মিয়া, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবদুল হালিম, দোহাজারী ট্রাফিক ইনচার্জ টিআই মোহাম্মদ কবির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।

আনোয়ারা প্রতিনিধি জানান, করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে গতকাল রোববার দুপুর ১২টায় আনোয়ারা থানা পুলিশের উদ্যোগে উপজেলার শহীদ মিনার চত্ত্বরে স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিউদ্দীন মাহমুদ সোহেল, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদারসহ থানা পুলিশের কর্মকর্তারা।
উখিয়া প্রতিনিধি জানান, করোনা সংক্রমণ রোধে উখিয়া উপজেলা প্রশাসনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গতকাল রোববার উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিমুল এহসান খানের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় দায়ে ৫২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, অভিযানে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এ ৫২ জনকে ৯ হাজার ১০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মাস্ক ব্যবহারে জনসাধারণকে সচেতন করার জন্য গতকাল মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ ও পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দিনসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ কার্যক্রমে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানতেই হবে: মেয়র
পরবর্তী নিবন্ধপ্যানেল মেয়রের আসনে লিটন, গিয়াস ও আফরোজা