করোনা সচেতনতায় প্রত্যয় সোশ্যাল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কার্যক্রম

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

এডাবের তত্ত্বাবধানে এবং প্রত্যয় সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে করোনা সচেতনতায় নগরীর ৩টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদে জুমা জে বটতল বাইতুল হামদ হাশেমী জামে মসজিদ, কুলগাঁও নতুন পাড়ার বার আউলিয়া জামে মসজিদ, নন্দীরহাটের উত্তর ফতেয়াবাদ ইসলামিয়া জামে মসজিদ, আতুরার ডিপুর সৈয়দীয়া জামে মসজিদ, রৌফাবাদ ফকিরটিলা জামে মসজিদ এবং বায়েজিদ বোস্তামী জামে মসজিদে মুসল্লীদের মাঝে মাস্ক, লিফলেট, স্টিকার এবং ফেস্টুন প্রদান করা হয়।
সাপোর্টিং এনগেজমেন্ট অব দ্য সিভিল সোসাইটি ফর কোভিড-১৯ রেসপন্স একটিভিটিসের উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নেছারুল ইসলাম নাজমুল, স্বেচ্ছাসেবী সৈয়দ নাজিম উদ্দীন, তৌহদুল ইসলাম, শাহ আলম, প্রোগ্রাম ম্যানেজার মিনু মিয়া, খতিব ও ইমাম আল্লামা মুফতি আবুল এরফান হাশেমী, মো. অছিয়ার রহমান, সিদ্দিকুর রহমান, জিয়াউল কাদের, সরোয়ারর উদ্দিন, সাদেকুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারী মসজিদে সুরক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআজিজ ফারুকী টিপু