করোনা সংক্রান্ত কাজের সমন্বয়ে ৬৪ সচিব

চট্টগ্রামের দায়িত্বে মোস্তাফা কামাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

কোভিড-১৯ মহামারিতে সারা দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাসহ করোনা সংক্রান্ত অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলায় ৬৪ জন সিনিয়র সচিব ও সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমপ্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি আদেশ জারি করে। এর আগে করোনা মহামারির প্রথম পর্যায়ে একইভাবে ৬৪ জেলায় সচিবদের দায়িত্ব দেওয়া হয়। এদিকে চট্টগ্রাম জেলায় করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ কার্যক্রম
সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামালকে। কঙবাজার জেলার দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ। এছাড়া রাঙামাটি জেলার দায়িত্বে রয়েছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। বান্দরবার জেলার দায়িত্বে সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। খাগড়াছড়ির দায়িত্বে রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমের ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের সমন্বয় করে কোডিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করবেন দায়িত্বপ্রাপ্ত সচিব ও সিনিয়র সচিবরা।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টার ব্যবধানে ভেসে এল আরও এক মরা তিমি
পরবর্তী নিবন্ধমার্কেট শপিংমলে ভিড়