করোনা রোগীর সেবায় রাউজান পৌরসভাকে অ্যাম্বুলেন্স দিলেন ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাজনীতির শুরু থেকে রাউজানের গণমানুষের সেবায় কাজ করে আসছি, করোনাকালেও এই উপজেলার মানুষকে সেবাদানে সব রকম চেষ্টা করে যাচ্ছি। মহামারির এই দুর্যোগে করোনাক্রান্ত মানুষের পাশে থেকে সেবা দিতে গিয়ে আমি ও আমার সন্তান আক্রান্ত হয়েছি। গত কোরবানী ঈদের দিন (২১ জুলাই) নিজের বাড়িতে সীমিত পরিসরে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এরপর পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে একটি অ্যাম্বুলেন্স ও গাড়ির চাবি প্রদান করেন। তিনি বলেন এটি দেয়া হয়েছে রাউজানের অসুস্থ মানুষের সেবায়।
এ সময় সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী বলেন, পৌর মেয়র গত এক বছরের বেশি সময় ধরে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের স্বেচ্ছাসেবীদের নিয়ে করোনাক্রান্ত মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। বহু লাশ দাফন কাফন দিয়েছেন, আইসোলেশনে থাকা মানুষকে সেবা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন। সাংসদের হাত থেকে অ্যাম্বুলেন্সটির চাবি গ্রহণ করে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আপনার নির্দেশনায় গত এক বছরের বেশি সময় ধরে রাউজানের গণমানুষের সেবাদানে আপনার পাশাপাশি থেকে কাজ করেছি। আগামীতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আপনার নির্দেশনা অনুসরণ করে কাজ করব। এতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কাজী ইকবাল, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, জানে আলম জনি, সওকত হাসান, এ্যাভোকেট সমীর দাশ গুপ্ত, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, আবু সালেক, নাছির উদ্দিন, তানভির চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে কঠোর লকডাউনে জরিমানা
পরবর্তী নিবন্ধসিআরবি রক্ষার আন্দোলন দেশ ছাপিয়ে বিদেশেও