করোনা মোকাবেলায় সেন্ট্রাল হটলাইন চালু করুন

জেলা প্রশাসককে সুজন

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

করোনা মোকাবেলায় একটি সেন্ট্রাল হটলাইন চালু করতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার মোবাইলে জেলা প্রশাসকের প্রতি তিনি এ অনুরোধ জানান। এসময় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বারবার ঈদে বাড়ি যেতে নিষেধ করা হলেও গাদাগাদি করে অনেকে বাড়ি গিয়েছেন এবং বাড়ি থেকে ফিরেছেন। ফলশ্রুতিতে বর্তমানে উচ্চহারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ঘরে ঘরে অসুস্থ রোগী এবং করোনায় মৃত্যুর হাহাকার। সরকারি এবং বেসরকারি হাসপাতালের সাধারণ শয্যাসহ, কোভিড শয্যা ও সকল আইসিইউ শয্যা করোনা রোগীতে পরিপূর্ণ। এ অবস্থায় করোনা রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়াচ্ছেন রোগীর আত্মীয় স্বজন। দেখা যাচ্ছে যে রোগীকে নিয়ে এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে রোগীর অবস্থা আরো করুণ আকার ধারণ করছে। উদ্ভুদ পরিস্থিতিতে করোনা হাসপাতালের তথ্যসহ সার্বিক তথ্য জানতে একটি সেন্ট্রাল হটলাইন চালুর অনুরোধ জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁচাতে হবে সিআরবির সবুজ
পরবর্তী নিবন্ধকরোনায় শ্রমজীবী মানুষের জন্য কোনো বরাদ্দ দেয়নি সরকার