করোনা প্রতিরোধে সতর্ক ও সচেতন হতে হবে

এডভোকেসি সভায় বক্তারা

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনধিদের সাথে এডভোকেসি সভা ১৪নং লালখান বাজার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৫নং ওয়ার্ড কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্প্র িঅনুষ্ঠিত হয়। এডাব’র সহযোগিতায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘সাপোর্টিং এনগেজমেন্ট অফ দি সিভিল সোসাইটি ফর কোভিড-১৯ রেসপন্স এক্টিভিটিস প্রকল্পের’ আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা। স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড আ.লীগ নেতা এস.এম. সিরাজ, ৫নং সংরক্ষিত ওয়ার্ড সচিব জালাল আহমেদ, কাউন্সিলর কার্যালয়ের অফিস সহকারী নুসরাত সুলতানা, আব্দুল মান্নান, হৃদয় মোহন দাস, আব্দুল করিম, এমরানুল করিম চৌধুরী, অমি আচার্য্য প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার স্বাগতম বড়ুয়া। এতে প্রধান অতিথি আনজুমান আরা বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। সভায় করোনাভাইরাস সংক্রমণ রোধে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ কাউন্সিলর আঞ্জুমান আরাকে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধ১৩ জনকে ২২০০ টাকা জরিমানা