করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভা

| বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তা ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক সভা গতকাল লালখান বাজার সংরক্ষিত মহিলা আসন-৫ এর কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীজ ইন বাংলাদেশের (এডাব) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক লিটন। আরো উপস্থিত ছিলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুল মন্নান, জালাল আহমেদ, রুপসী রানী ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার। প্রধান অতিথি তার বক্তব্যে মহামারী করোনা মোকাবেলা করার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধ২১ এপ্রিলের পর লকডাউন মানবে না ব্যবসায়ীরা