করোনা টেস্ট ও টিকাদান নিবন্ধন বুথ উদ্বোধন

মহানগর স্বেচ্ছাসেবক লীগ

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব গেইটে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গত ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাস করোনা ফ্রির অংশ হিসেবে বিনামূল্যে কোভিড পরীক্ষার রেজিস্ট্রেশন ক্যাম্পে জনসচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন চমেক কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিজোয়ান রেহান, সিভাসুর কর্মকর্তা আবু আরিফ, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার এস এম মোজাহেদুল ইসলাম রানা, মো. জাহিদুল ইসলাম জুয়েল, ডা. উপল চাকমা, রাকিবুল ইসলাম, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, চমেক ছাত্রলীগ সভাপতি ডা. হাবিবুর রহমান, সহ সভাপতি ডা. আফিফ আনজুম রিফাত, চমেকসু সাধারণ সম্পাদক প্রীতম কুমার সাহা, মাহাদী বিন হাসিম, ওয়াহেদ মুরাদ শাহীন, অনির্বান দে, কায়াস মাহমুদ, আহসান উল্লহ, পল্লব বিশ্বাস, সাদ মোহাম্মদ গালিব, ডা. ইমাদ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা নির্ঝর বড়ুয়া জয়, শিমুল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকম দামে নিত্যপণ্য পাচ্ছে সাধারণ মানুষ
পরবর্তী নিবন্ধগুইমারায় অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সদস্য আটক