করোনা ওয়ার্ডে কনফিডেন্স সিমেন্টের ডিসইনফেকশন চেম্বার প্রদান

মা ও শিশু হাসপাতাল

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৫২ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট লিঃ এর পক্ষ থেকে গতকাল রোববার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য ডিসইনফেকশন চেম্বার অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। ডিসইনফেকশন চেম্বারটি বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ৯৭ ব্যাচ কর্তৃক তৈরি করা হয়েছে। ডিসইনফেকশন চেম্বারটি হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কুতুব উদ্দিন, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু , উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম এবং কনফিডেন্স সিমেন্ট লি. এর পক্ষে এ বি এম ইফতেখার আলম সিদ্দিকী, জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং), মো. আজিম, এইচআর ম্যানেজার ও মিজানুর রহমান, সিনিয়র ম্যানেজার (ব্রান্ড এন্ড কমিউনিকেশন)।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন হাসপাতালের করোনা ওয়ার্ডের কার্যক্রম সম্পর্কে কনফিডেনন্স সিমেন্ট লিঃ কর্তৃপক্ষকে অবহিত করেন এবং তাদের এই উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কনফিডেনন্স সিমেন্ট লিঃ এর সিএসআর ফান্ড থেকে হাসপাতালে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। কনফিডেন্স সিমেন্ট লিঃ এর পক্ষে এ বি এম ইফতেখার আলম সিদ্দিকী তার বক্তব্যে ভবিষ্যতে হাসপাতালকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতায় খাতুনগঞ্জের ক্ষতি নিরুপণে সমীক্ষা
পরবর্তী নিবন্ধমেয়র মুজিবের ছেলে-মেয়ের কোটি টাকার এফডিআর জব্দ