গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি চট্টগ্রাম জেলার মতবিনিময় সভা, করোনা ও যক্ষ্মা রোগ প্রতিকারে প্রাথমিক চিকিৎসকের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর ২টায় জেলা কমিটির সভাপতি গ্রাম ডা. সাধন চন্দ্র নাথের সভাপত্বিতে জিইসি প্লেইজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নাটাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, শিশু ও মাতৃ-মৃত্যু হার, ডায়রিয়া এবং বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গ্রাম ডাক্তারদের ভূমিকা উল্লেখযোগ্য। করোনায় চট্টগ্রামে যে হারে সংক্রামণ ও মৃত্যু হওয়ার সম্ভবনা ছিল তা আমরা সকলের সহযোগিতা কমিয়ে এনেছি। যা সম্ভব হয়েছে আমাদের কাউন্সিলিং ও যথা সময়ে হাসপাতালে রোগী পাঠানোর কারণে। করোনা ও যক্ষ্মা প্রতিরোধে আপনাদের আরো ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন ডা. অনিমেষ দত্ত এবং ডা. জোনাকি দেবী, শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটাবের আঞ্চলিক কোঅর্ডিনেটর মোহাম্মদ হেলাল, গ্রাম ডা. সুভাষ ভট্টাচার্য্য, ডা. অসিম দাশ গুপ্ত, ডা. কিশোর লাল কুরি, ডা. অনুপ কুমার নন্দি, ডা. মিলন শীল, ডা. স্বপন কুমার বিশ্বাস, ডা. দিলীপ কুমার সেন, ডা. আহসানুল করিম বাবর, ডা. বিভূতি ভোষন চৌধুরী, ডা. স্বপ্না রানী দে, ডা. প্রদীপ কান্তি দে, ডা. দেবীশিষ শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।