করোনা ও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

চরপাথরঘাটায় মাস্ক বিতরণকালে সিএমপি কমিশনার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০৮ পূর্বাহ্ণ

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, প্রধানমন্ত্রী মাস্ক বাধ্যতামূলক পরতে বলেছেন। নো মাস্ক, নো সার্ভিস। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনুন্নত থাকার পরও দুর্বলতম কোন ম্যাজিকের কারণে এটি ঠেকিয়ে দিয়েছে। সেই ম্যাজিক হলো আমাদের মানুষ। মানুষেই একমাত্র অন্যের জন্য নির্দ্ধিধায় নিজের জীবন দিয়ে থাকেন। মহামারি করোনা দুর্যোগেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে চরপাথরঘাটা সামাজিক সংগঠনের মতো অনেক ফ্রন্ট লাইনারদের জন্য। যারা করোনাকালে দেখিয়ে দিয়েছে বাঙালি বীরের জাতি। যে রকম ছিল আমাদের মুক্তিযুদ্ধ। গতকাল বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় মাস্ক বিতরণ ও পরিধানে উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের সদস্য সচিব মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মিলন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ শহীদুল্লাহ, কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইয়াসির আরাফাত, কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী, সমাজ সেবক লায়ন হাকিম আলী, শিল্পপতি এমএন ছাফা, কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, চরপাথরঘাটা ইউপি চেয়ারম্যান ছাবের আহমদ, মহব্বত আলী, শাহজাহান ফারুকী, মাস্টার হাফেজ আহমদ, মাস্টার আলী আহমদ, ফয়েজ আহমদ রিজভী, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, এম এ মারুফ, মির্জা বাহার, এম এ সালাম, হায়দার আলী রনি, সৈয়দ আহমদ, নুর আহমদ, কামাল আহমদ রাজা, আমির আহমদ আমু, মার্শাল মনির আহমেদ, আলী হায়দার, মাওলানা সিরাজুল মোস্তাফা, গিয়াস উদ্দিন ফয়সাল, আনোয়ার সাদাত মোবারক সেলিম খান, ছাবের আহমদ।

পূর্ববর্তী নিবন্ধসরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে
পরবর্তী নিবন্ধনিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবি