করোনা আক্রান্ত ছেলেকে গাড়ির বুটে আটকে রেখেছিলেন শিক্ষিকা

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৫০ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত ছেলেকে গাড়ির বুটে আটকে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। ৪১ বছর বয়সী সারাহ বিমের বিরুদ্ধে শিশুর জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। নিজে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারেন এই ভয়ে বিম তার ১৩ বছর বয়সী ছেলেকে গাড়ির বুটের মধ্যে রেখে গাড়ি চালিয়ে একটি কোভিড শনাক্তকরণ কেন্দ্রে গিয়েছিলেন। কোভিড পজিটিভ এসেছিল ছেলের, ওই ফল ঠিক আছে কিনা, তা নিশ্চিত হতে তিনি গত সোমবার টেক্সাসের প্রিজিওন স্টেডিয়ামের শনাক্তকরণ কেন্দ্রে ফের পরীক্ষা করাতে ছেলেকে এভাবেই নিয়ে যান। খবর বিডিনিউজের। হ্যারিস কাউন্টি এলাকায় রাখা ওই গাড়িটির বুটে কারও উপস্থিতির শব্দ পেয়ে এক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দেন। বিম পরে তার গাড়ির বুট খুললে সেখানে তার ছেলের শুয়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এক স্বাস্থ্যকর্মী মার্কিন শিক্ষিকাকে বলেছিলেন, ছেলেকে গাড়ির পেছনের সিটে বসার অনুমতি না দিলে তার করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হবে না। ২০১১ সাল থেকে সাইপ্রেস ফলস হাই স্কুলে শিক্ষকতা করে আসা বিম বর্তমানে প্রশাসনিক ছুটিতে আছেন।

পূর্ববর্তী নিবন্ধলটারি জিতে বিক্রেতাকে দিলেন পুরস্কারের অর্ধেক
পরবর্তী নিবন্ধভারতে দৈনিক শনাক্ত ৭ মাসে সর্বোচ্চ