করিডোর–বন্দর এর মতো জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে একমাত্র নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে, এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন সংগঠনের আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর– সংক্রান্ত বিষয়ে বলা হয়, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। কেবলমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এ ধরনের স্পর্শকাতর স্থাপনা পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একটি অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নিতে পারে না। কেননা এতে জাতীয় স্বার্থের পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত এবং এ সিদ্ধান্ত কেবল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারই নিতে পারে।
দেশে চলমান মব জাস্টিস বিষয়ে বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, মব জাস্টিসের নামে মহল বিশেষের ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা কোনোভাবেই আর সহ্য করা হবে না। দেশে আইন–আদালত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নিয়ে দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রয়াস বিএনপি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করবে।