করাচি থেকে এবার দ্বিগুণ কন্টেনার নিয়ে চট্টগ্রাম আসছে সেই জাহাজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের করাচি বন্দর থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আবারো জাহাজটি আসছে চট্টগ্রাম বন্দরে। আগামীকাল শুক্রবার জাহাজটি ৮০০ টিইইউএস’র বেশি কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। দুবাই থেকে করাচি হয়ে জাহাজটি চট্টগ্রামে আসছে।

গত মাসের দ্বিতীয় সপ্তাহে জাহাজটি প্রথমবারের মতো করাচি থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে এসেছিল। প্রথম ভয়েজে ৩৭০ টিইইউএস পণ্য নিয়ে আসলেও এবার জাহাজটিতে পণ্যের পরিমাণ বেশি জানিয়ে সূত্র বলছে, এসব পণ্যের মধ্যে গার্মেন্টস কাঁচামাল, কেমিক্যাল এবং ভোগ্য পণ্য রয়েছে। ফেরার পথে জাহাজটি ১২শ’ টিইইউএস’র বেশি কন্টেনার নিয়ে পাকিস্তানের পথে যাত্রা করবে।

সূত্র জানিয়েছে, দুবাইভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইনস ডিএমসিসি ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামে একটি জাহাজ দিয়ে দুবাই থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম পর্যন্ত নতুন একটি রুট তৈরি করে সেবা প্রদান শুরু করে। তারা দুবাই, পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ভারত থেকেও এই রুটে পণ্য পরিবহনের কথা ছিল। কিন্তু গত নভেম্বরে প্রথমবারের মতো যাত্রা করা জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। এবারও জাহাজটি একই রুটে চট্টগ্রাম আসছে। গত ১১ ডিসেম্বর করাচি থেকে কন্টেনার বোঝাই করে জাহাজটি চট্টগ্রামের পথে যাত্রা করেছে। তবে ফিরতি পথে জাহাজটি অন্য কোন দেশের বন্দরে নোঙর করবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাহাজটির স্থানীয় এজেন্ট বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্সি শিপিং লাইন্স লিমিটেড। চট্টগ্রাম থেকে করাচি বা দুবাইতে পণ্য পরিবহন বাড়লে এই রুটে জাহাজের সংখ্যা বাড়ানো হবে বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীতে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
পরবর্তী নিবন্ধবাবরসহ ৭ আসামি খালাস