করসেবা কার্যক্রম পরিদর্শন করলেন রাজস্ব বোর্ড সদস্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আয়কর বিভাগ আয়োজিত আয়কর সেবা মাসের কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় চট্টগ্রামের চার কর অঞ্চলের অধীনে স্থাপিত বুথগুলো ঘুরে দেখেন। এ সময় কর আপিলাত অঞ্চল চট্টগ্রমের কমিশনার সফিনা জাহান, কর অঞ্চল চট্টগ্রাম-১ এর ইকবাল বাহার, কর অঞ্চল চট্টগ্রাম-৩ এর কমিশনার শাহাদৎ হোসেন সিকদার ও চট্টগ্রাম-৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, করদাতাদের কর প্রদান সহজ করার ব্যাপারে রাজস্ব বোর্ড সবসময় তৎপর রয়েছে।

উল্লেখ্য, আয়কর মেলার আদলে গত ১ নভেম্বর থেকে শুরু হয় মাসব্যাপী আয়কর তথ্য সেবা মাস। আয়কর বিভাগের চারটি কর অঞ্চলের ৮৮টি সার্কেলের আয়কর রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকার প্রদান, রিটার্ন ও চালান ফরম সরবরাহসহ আয়কর এবং রিটার্ন সংক্রান্ত তথ্য ও পরামর্শ নিতে পারছেন করদাতারা। এছাড়া ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে ই-টিআইএন নিবন্ধন ছাড়াও বর্তমান করদাতারা পুনঃনিবন্ধন নিতেও পারছেন।

পূর্ববর্তী নিবন্ধমেকাপ সেকাপ লাইফস্টাইল এন্ড ফ্যাশন এক্সপো উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিএনপির নেতৃত্বে জাতীয় সরকার কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবে