করভীতি দূর করতে কর ব্যবস্থাপনা আরো সহজ করতে হবে

কর্মশালায় চবি উপাচার্য

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

জনগণের মধ্যে করভীতি দূর করতে কর ব্যবস্থাপনা অধিকতর সহজতর করতে হবে। গত ১২ নভেম্বর চবি শিক্ষক সমিতির আয়োজনে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘অনলাইনে আয়কর রিটার্ন দাখিল’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এ কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ কর প্রদান করে দেশের উন্নয়নঅগ্রগতিতে অংশ নিতে আগ্রহী, কিন্তু কর ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজতর না হওয়ার কারণে অনেকে কর প্রদানে হয়রানির শিকার হচ্ছেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নসরুল কদির ও চট্টগ্রাম কর অঞ্চল৩ এর কর কমিশনার মো. মঞ্জুর আলম। চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এ বি এম আবু নোমান। চট্টগ্রাম কর অঞ্চল৩ এর উপ কর কমিশনার জুনায়েত কর্মশালায় ‘অনলাইনে আয়কর রিটার্ন দাখিল’ প্রক্রিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাকর্মচারীদের মাঝে প্রদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা জামায়াতের পুনঃনির্বাচিত আমিরের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধআজ নগরে ‘যুব পদযাত্রা’করবে যুবদল