কম্বোডিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়া পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার স্থানীয় সময় রাত ৯টায় নমপেনে পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ সময় শনিবার দুপুর দেড়টায় কম্বোডিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। রোববার মাঠের প্রস্তুতি শুরু হবে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান। আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগে সোমবার স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন জামালজিকোরা। ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ।

গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভূটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবেন কারবেরা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভূটান।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট খেলতে ঢাকায় আফগানিস্তান
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন