কম্বিং অপারেশনে পোড়ানো হল ২২ লাখ টাকার জাল

পতেঙ্গায় তিন জেলেকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন গতকাল নগরের পতেঙ্গা উপকূলীয় এলাকা থেকে ২৬টি জাল জব্দ করা হয়। এছাড়া তিনজন জেলেকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জালগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা।
চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরী ও সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুর রহমান।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ জালগুলোর মধ্যে ২২টি টং জাল ও ৪টি বেহুন্দি জাল রয়েছে। অভিযানে জেলে আশিষ দাশ ও সুভাষ দাশকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা এবং শ্যামল দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ জালগুলো পুড়িয়ে ফেলা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধ৯ মহিলা প্রার্থীর বিরামহীন প্রচারণা
পরবর্তী নিবন্ধদেশে আরও ২৫ মৃত্যু, ১০৭১ রোগী শনাক্ত