‘কম্পিউটার আছে কোহলির ভেতর’

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

রান তাড়ায় ভারতকে এগিয়ে দেওয়া বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ওয়াটসন বলেন, ‘সবাইকে বুঝতে হবে, রান তাড়া করা সহজ কাজ নয়। বরং কোহলি এটিকে সহজ বানিয়ে নেয়। এত দিন ধরে সে এটি করছে যে, দেখে মনে হয় খুব সহজ। এটি খুব চ্যালেঞ্জিং কারণ কার সঙ্গে ব্যাটিং করছেন, কোন বল মারবেন, কোন বলে ঝুঁকি কম নেবেনএই সব কিছু হিসেব করে খেলতে হয়।’ তিনি আরও বলেন, ‘কোহলির ভেতরে এই অভ্যন্তরীণ কম্পিউটারটা আছে। যা খুব নিখুঁতভাবে কাজ করে। সে জানে কোন সময়ে কোন কাজটা করতে হবে। বিষয়টা এমন নয় যে, নামলাম আর জিতে গেলাম। দারুণ ছন্দে থাকা অপরাজিত দলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ, যেখানে তার কম্পিউটার নিজের কাজ করেছে। যা দেখতে দুর্দান্ত।’

পূর্ববর্তী নিবন্ধম্যাচ রেফারী ও ম্যাচ কমিশনার সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধকোহলিকে নতুন নাম দিলেন স্ত্রী আনুশকা