কমোডর মনিরুল তিন দিনের রিমান্ডে

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির (১৭) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর বাসসের। এর আগে ৯ অক্টোবর রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৩০ সেপ্টেম্বর বাহাদুর হোসেন মনিরের পিতা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধআকাশেই পাইলটের মৃত্যু, অতঃপর যা ঘটল
পরবর্তী নিবন্ধডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক কারাগারে