সরবরাহ বাড়লেও এখনো কমছে না শীতকালীন সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত। অন্যদিকে কমেছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও আলুর দাম। ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন চাহিদা বাড়ার কারণে দাম বাড়ছে। যে পরিমাণ চাহিদা রয়েছে, সে পরিমাণ যোগান নাই। এছাড়া চট্টগ্রামের স্থানীয় চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড ও বাঁশখালী উপজেলা থেকে আসা সবজির সরবরাহ কমেছে।
গতকাল নগরীর কাজীর দেউড়ি ও ব্যাটারি গলি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে শীতকালীন সবজি ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা, শিম ৬০–৭০ টাকা, বাঁধাকপি ৫০–৬০ টাকা, চিচিঙ্গা ৭০–৮০ টাকা, মুলা ৬০–৭০ টাকা, পটল ৯০–১০০ টাকা, ঢেঁড়স ৬০–৭০ টাকা, কচুর লতি ৫০–৬০ টাকা, পেঁপে ৪০–৫০, আলু ৪০–৫০ টাকা, বরবটি ৭০–৮০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়। এছাড়া কাকরল ৯০–১০০ টাকা, চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকায় এবং মিষ্টি কুমড়া কাঁচা বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং পাঁকা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মো. আজম বলেন, সবজির সরবরাহ গত এক সপ্তাহে কিছুটা কমেছে। সাধারণত শীতকালে সবজির চাহিদা বেশি থাকে।
অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১৭০–১৭৫ টাকা, দেশি মুরগি ৫০০–৫৫০ টাকা এবং গরুর মাংস ৭০০–৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে দেশি নতুন পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।