জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা এটা বলেছি যে, এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরে যথা শিগগির সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে। আজকে মূলত এটাই ছিল জিস্ট অব দ্য ডিসকাশন।
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজকে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন, তাদের সাথে বৈঠক হয়েছে। উনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে, স্টেকহোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন, সেটা আলোচনা হয়েছে।
আমরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি। এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি। খবর বিডিনিউজের।
বিস্তারিত অভিমতের বিষয়ে তিনি বলেন, আর ডিটেইলসটা উনারা (কমিশন) আমাদের বই দিবেন। সেটা পর্যালোচনা করে আমরা জামায়াতে ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের, তার সাথে আলাদা বৈঠক হবে, মতবিনিময় হবে, সেখানেই সিদ্ধান্ত এবং আলোচনা জানাব। এটাই আজকের মূল প্রতিপাদ্য। আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এইজন্য সংস্কারের ওপর আমরা ঐকমত্য হই, তারপরে যথা শিগগির সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বরের মধ্যে উনারা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরো ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মশিউল আলম।