কমিটি ছাড়া এক মাস পার

মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

এক মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ কমিটিবিহীন, অনেকটা অভিভাবকহীন অবস্থায় রয়েছে। গত ২৮, ২৯ ও ৩০ মে দক্ষিণ, উত্তর ও মহানগর যুবলীগের সম্মেলনে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে চট্টগ্রামে তিন ইউনিট যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। প্রায় ২১ বছর পর ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন হয়েছিল পটিয়া হাই স্কুল মাঠে। ২৯ মে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর জেলা যুবলীগের সম্মেলন হয়। পরদিন ৩০ মে কিং অব চিটাগাংয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন হয়েছিল। সেই থেকে চট্টগ্রামে যুবলীগের তিন ইউনিটে কমিটি নেই। নেই কোনো সাংগঠনিক কর্মসূচিও। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশাল যুব সংগঠনের এক মাসেরও বেশি সময় ধরে কমিটি না থাকা এবং শেষ পর্যন্ত নতুন তিন ইউনিটে কমিটিতে কারা স্থান পাচ্ছেন তা নিয়ে নেতাকর্মীদের উদ্বেগ, উৎকণ্ঠার শেষ নেই। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে তিন ইউনিটের সম্মেলন শেষ হয়। এখন তিন ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অপেক্ষার প্রহর গুণছেন ১৫৪ প্রার্থী। মহানগর যুবলীগে সভাপতি পদে ২৮ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৫ জন প্রার্থী কেন্দ্রীয় নেতাদের সামনে নিজেদের প্রার্থিতা তুলে ধরেছিলেন। দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে ২২ জন এবং উত্তর জেলা যুবলীগের সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের প্রার্থিতা তুলে ধরেছেন।

তিন ইউনিটের সম্মেলনের পর কাউন্সিলর অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সমঝোতার জন্য কেন্দ্রীয় নেতারা ১০ মিনিট করে সময় দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পদের প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় প্রার্থীদের বায়োডাটা ঢাকায় নিয়ে যান কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় কয়েকজন নেতা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা বায়োডাটা জমা দিয়েছেন তাদের মধ্যে থেকে যাচাইবাছাই চলছে। সবকিছু মিলে চট্টগ্রামে তিন ইউনিটে যুবলীগের ভালো কমিটি উপহার দেয়া হবে বলে গতকাল রাতে কেন্দ্রীয় যুবলীগের শীর্ষ এক নেতা আজাদীকে জানান।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা