কমিউনিটি সেন্টার শ্রমিকদের মজুরি ডিউটি প্রতি ৮শ টাকা নির্ধারণের দাবি

কমিউনিটি সেন্টার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৩ ডিসেম্বর নগরীর কাজির দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক নেতা তফাজ্জ্বল হোসেন প্রধান। সভা সঞ্চালনা করেন মো. শাহিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. পারভেজ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। তিনি বলেন, কমিউনিটি সেন্টার শ্রমিকরা সমাজের অদৃশ্য শ্রমশক্তি। তারা দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেও ন্যূনতম মানবিক জীবনযাপন থেকে বঞ্চিত। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই শ্রম সংস্কার সম্ভব নয়।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ চৌধুরী। বক্তব্য দেন আব্দুল মাবুদ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্টগ্রাম জেলার সভাপতি বাবুল হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, হোটেল সেন্টমার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান, মো. সেলিম প্রমুখ

বক্তারা বলেন, কমিউনিটি সেন্টার শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। একজন শ্রমিক ডিউটিপ্রতি মাত্র ৪শ টাকা মজুরি পান। মাসে গড়ে সর্বোচ্চ ১৫টি ডিউটি পেলেও তার আয় দাঁড়ায় মাত্র ৬ হাজার টাকা, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একেবারে অপ্রতুল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিনিয়ত বাড়লেও শ্রমিকদের আয় সে অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে না। নেতৃবৃন্দ ডিউটিপ্রতি ন্যূনতম মজুরি ৮০০ টাকা নির্ধারণ, শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকান চালু এবং রেশনিং ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তারা। কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ গ্রহণ করান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়ি ইকরা আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি