নগরীর লাভলেইনে রাতের আঁধারে শতাধিক মানুষ নিয়ে ‘অবৈধ’ স্থাপনা নির্মাণ কাজে বাধা দেওয়ায় স্মরণিকা কমিউনিটি সেন্টারের মালিক মো. সাজিদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সাড়ে ৭টার দিকে কমিউনিটি সেন্টারটির সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সাজিদ মাথায় আঘাত পান এবং রক্তাক্ত জখম হন বলে জানা গেছে। স্মরণিকার ম্যানেজার অলিউল্লাহও গুরুতর আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সন্ত্রাসীরা কমিউনিটি সেন্টারের গেট ভাঙচুর ও তছনছ করে। হামলায় আহত স্মরণিকা কমিউনিটি সেন্টারের মালিক মো. সাজিদ সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর নাতি। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন জানিয়েছেন, ‘জায়গা-জমি নিয়ে ঘটনা ঘটেছে। এতে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, লাভলেনের সম্মুখে স্মরণিকা কমিউনিটি সেন্টারের পশ্চিম দিকের গেট লাগোয়া নালার উপর আগে থেকেই দোকান নির্মাণ করা হয়েছিল। ২০১৯ সালে অক্টোবর মাসে সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নালার উপর থাকা দোকান ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে ওই দোকানগুলো নির্মাণের তোড়জোড় শুরু হলে আদালত ও সিডিএ’র দ্বারস্থ হন স্মরণিকা ক্লাব কর্তৃপক্ষ।
হামলায় আহত ক্লাবের মালিক মো. সাজিদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর ৭টার দিকে শতাধিক লোকজন নিয়ে কমিউনিটি সেন্টারের গা ঘেঁষে নালার উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করা হয়। ক্লাবের নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। ঘটনাস্থলে গেলে আমার ওপর এলোপাথারি হামলা করা হয়।’