কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিকদের লাল পতেকা মিছিল

৮ দফা দাবি

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল এক মানববন্ধন ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে জেলা ও বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা ৮ দফা দাবিতে মিছিল নিয়ে মানববন্ধনে যোগদান করে। সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, মীর মো. ইলিয়াছ, মো. পারভেজ, এম. এস রহমান, মো. হানিফ, তোফাজ্জল, জালাল, দেলোয়ার, সেলিম, জাহাঙ্গীর, মাহাবুব, বাবুল, শাকিল প্রমুখ। সমাবেশে তপন দত্ত বলেন, ৬ মাস পূর্বে মালিকদের ২ সমিতির নিকট দাবিনামা প্রদান করা হয়েছে। মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের সাথে দ্বিপাক্ষিক সভা করে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দাবি মেনে নেওয়ার ৩ মাস পরেও তারা তা বাস্তবায়ন করেননি। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে শ্রমিকদের কাজ নেই, মজুরি নেই। দৈনিক ৩০০ টাকা মজুরিতে কাজ করতে বাধ্য হয়। মাসে গড়ে ১৪ দিন এর বেশি কাজ পায়না। অবিলম্বে ইউনিয়নের উপস্থাপিত দাবি দৈনিক মজুরি ৬০০/৭০০ টাকা নির্ধারণসহ ৮ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান তিনি। সভায় আগামী ৯ মার্চের মধ্যে ইউনিয়নের ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে ১০ মার্চ থেকে চট্টগ্রামের সকল কমিউনিটি সেন্টার ও ডেকোরেটর্সে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ফ্ল্যাট ভাড়ায় প্রথম মাসে সর্বোচ্চ ৫০% ছাড় দিচ্ছে বিপ্রপার্টি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটায় ৩০ হাজার টাকা জরিমানা