চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিলের এক প্রস্তুতি সভা গত ২৭ মার্চ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আহ্বায়ক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। সভায় আগামী ১২ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিল রীমা কমিউনিটি সেন্টারে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় জিয়া উদ্দিন আসিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন হারুন ইউসুফ, রাশেদুল আমিন রাশেদ, নওশাদ আলম চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী শামীম মোস্তফা, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ খালেদ, শাহরিয়ার মাহমুদ খান, হামিদুর রহমান, মো. হুমায়ুন মোর্শেদ শাকিল, হারুনুর রশিদ রিয়াদ, তানভির আহমেদ রিংকু, ইয়াসির আরাফাত, এহতেশাম রিশতা প্রমুখ।
এ সময় সমিতির সকল সদস্যদের সমিতির আজীবন সদস্য কার্ডসহ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া যে সকল আজীবন সদস্য এখনো আজীবন সদস্য কার্ড সংগ্রহ করেননি তাদেরকে রাজাপুকুর লেইনস্থ অ্যাডপ্রেস থেকে কার্ড সংগ্রহ করার জন্য বলা হয়। প্রেস বিজ্ঞপ্তি।