কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির প্রথম সভা

| সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৯:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির (২০২২-২৪) ১ম সভা গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতে সমিতির নতুন সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। পরে একুশে পদকে ভূষিত সমিতির সভাপতি এম এ মালেককে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেয়া হয়। সংসদের প্রথম সভাকে স্মরণীয় রাখতে আগ্রাবাদ মা ও শিশু ক্যান্সার হাসপাতালকে সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে এক লাখ টাকার চেক সভাপতির হাতে তুলে দেয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত : ১. আসন্ন রমজানে ইফতার মাহফিলের আয়োজন। এ লক্ষে হাসান মুরাদ বিপ্লবকে আহ্বায়ক ও জিয়াউদ্দিন আসিফকে সদস্যসচিব করে একটি উপ-কমিটি গঠন করা হয়। ২. প্রতি বছরের ন্যায় সরকারি কমার্স কলেজের অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান। এ লক্ষে নাজমুল হক ডিউককে আহ্বায়ক ও হারুনুর রশীদ রিয়াজকে সদস্যসচিব করে উপ-কমিটি করা হয়। ৩. প্রাক্তন ছাত্র মো. কামরুল হাসান সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পৃষ্ঠপোষক হওয়ার ইচ্ছা প্রকাশ করলে সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি এম এ মালেক তাকে পৃষ্ঠপোষক ঘোষণা করেন।
সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল হাশেম, নুরুল আমিন খান, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, মো. আবু জাফর, মোহাম্মদ সোলায়মান খান, প্রফেসর আবু মো. রহিম উল্লাহ, আ ন ম ওয়াহিদ দুলাল, মো. রাশেদুল আমিন, হাসান মুরাদ বিপ্লব, সৈয়দ মোহাম্মদ খালেদ, সৌরভ বড়ুয়া রয়েল, চৌধুরী শামীম মোস্তফা, নাসরিন নাহার রুনা, অধ্যাপক এস এম রুবায়েত ফাহিম, নাজমুল হক ডিউক, নওশাদ আলম চৌধুরী, গোপাল পাল, জিয়াউদ্দিন আসিফ, অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, সৈয়দ মো. মোর্শেদ হোসেন, মাহামুদ হাসান খান জগলুল, রানু চক্রবর্তী, বিলকিস বানু পলি, মাখন লাল দাশ, মাঈনুল ইসলাম চৌধুরী, মো. হুমায়ুন কবির ঢালী, মনোরঞ্জন সাহা, রনজন কান্তি দে, এস এম এহতেশামুল রিশতা, আবুল হাশেম, মফিজ উদ্দিন আহমেদ, খাইরুল বশর, মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ মফিজুর রহমান, আমানউল্লাহ আল কাদের, আবদুর রহিম আরসানী, মামুনুল হক চৌধুরী, শাহরিয়ার মাহমুদ খান, হামিদুর রহমান, আনোয়ারুল আনিস কাঞ্চন, মো. আবুল ফয়সাল চৌধুরী, হুমায়ুন মোরশেদ সিদ্দিকী শাকিল, মঈনউদ্দিন মাহামুদ চৌধুরী, হারুনুর রশিদ রিয়াদ, তানভির আহম্মদ রিংকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে নবীনবরণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সড়ক অবরোধ, সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ