কমান্ডার সাহাবউদ্দিন ছিলেন আলোকিত মানুষ

স্মরণ সভায় বক্তারা

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের স্মরণে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল শনিবার চকবাজার ডিসি রোড়স্থ এম কফিল উদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মো. আমিনুল ইসলাম আজাদের সঞ্চালনায় শোকসভায় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন। সংগ্রাম, ত্যাগ, লড়াইয়ের মাধ্যমেই তিনি মহান মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আজীবন লড়াই করেছেন মানুষের কল্যাণে এবং বীর মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ের জন্য। সভায় প্রধান অতিথি ছিলেন মো. সরওয়ার আলম চৌধুরী মনি। বিশেষ অতিথি ছিলেন কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদৌল্লা দৌলত, ইয়াসমিন আহমেদ পাভেল, জয়নুদ্দীন জয়, আমিনুল আজাদ, জামাল আহমেদ সোহেল প্রমুখ। স্মরণ সভার আগে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন পেশ ঈমাম মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন।
ডায়াবেটিক হাসপাতাল : বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের স্মরণে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল সোমবার খুলশীস্থ ডায়াবেটিক হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম কমান্ডারের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে মুনাজাত পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম। দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, এ কে এম সরওয়ার কামাল দুলু, আহমেদ হোসেন, নাছির উদ্দন, আবদুর রাজ্জাক, মো. হারুন, বদিউজ্জামান, বোরহান উদ্দিন, আবুল হোসেন মাস্টার, নুর মোহাম্মদ, আবু তাহের এলএমজি, খাইরুল বশর, দিলীপ কান্তি দাশ, হাজী হারুন, শামশুদ্দোহা আলী, সিরাজুল ইসলাম খান, লিয়াকত হোসেন, মো. ইসহাক প্রমুখ।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান : বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মীরসরাই উপজেলা শাখা নেতৃবৃন্দ। গতকাল সোমবার প্রয়াতের গ্রামের বাড়ি মীরসরাইয়ের মলিয়াইশের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন-নয়ন কান্তি ধুম, মো. তাহসিন আহমেদ, মো. ইউনুছ মিয়া, সাইফুল কবির তানসেন, আবু জাপর, ইয়াছিন উল্লাহ, নূর উদ্দীন, মো. সওরোয়ার্দী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯ তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান