কমরেড আহসান উল্লাহ চৌধুরী স্মরণে গতকাল বৃহস্পতিবার স্থানীয় টিআইসি মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত এবং সঞ্চালনা করেন টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এম এম আকাশ। স্বাগত বক্তব্য রাখেন ফজলুল কবির মিন্টু। বক্তব্য রাখেন নূরজাহান খান, অধ্যাপক কানাই দাশ, ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, কাজী শেখ নূরুল্লাহ বাহার এবং কবি ও সাংবাদিক ওমর কায়সার। কমরেড আহসান উল্লাহ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর ছেলে রহমত উল্লাহ চৌধুরী সুজন এবং তার কন্যা ড.শামসুন নাহার চৌধুরী লোপা। প্রধান অতিথি বলেন, কমরেড আহসান উল্লাহ চৌধুরী ছিলেন একজন সৎ, নির্ভীক এবং গণমানুষের নেতা। গরিব মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি আজীবন শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজব্যবস্থা বিনির্মাণে কাজ করেছেন। সভাপতির বক্তব্যে তপন দত্ত কমরেড আহসান উল্লাহ চৌধুরীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












