কম সৌভাগ্যবান মানুষদের জন্য কাজ করার নামই লায়নিজম

বাওয়া শিশুসদনে ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে লায়ন কামরুন মালেক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের উদ্যোগে বাওয়া শিশুসদনে ইফতার সামগ্রী প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন, লায়ন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের সেবা করার একটি বৃহৎ প্ল্যাটফরম। এই প্ল্যাটফরম লায়ন্স ক্লাবের মানবিক সদস্যদের সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়। লায়ন সদস্যরা সমাজে বিপ্লব আনতে না পারলে ক্ষুধা, দারিদ্র্যতা, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ সমাজের নানা ক্ষেত্রে মানবিক কার্যক্রম তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও কম সৌভাগ্যবান মানুষদের জন্য কাজ করার নামই লায়নিজম। আর আমরা সেই কাজই অত্যন্ত আন্তরিকভাবে করে থাকি।

কামরুন মালেক আরও বলেন, চট্টগ্রামে লায়ন্স ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু দানঅনুদান নয়, প্রকৃত সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের বড় অর্জন। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। গতকাল দুপুরে নগরীর নন্দনকাননস্থ বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনে পবিত্র রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের সিনিয়র সহ সভাপতি লায়ন কামরুন মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন মাহবুবুল হক খান, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন সাংবাদিক লায়ন হাসান আকবর, রিজিওন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, ক্লাব সভাপতি লায়ন মিজানুর রহমান রুবেল, লায়ন আবিদা মোস্তফা, লায়ন রোকেয়া জামান প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধসামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ তৃতীয় দফা বাড়ল
পরবর্তী নিবন্ধ২৬ মার্চ চীন যাচ্ছেন ইউনূস, শির সঙ্গে বৈঠক ২৮ মার্চ