কম বয়সীরা ‘স্যার’ না বললে রাগ করতেন মহসীন ভাই

তারিক আনামের স্মৃতিচারণ

| সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

একুশে পদক প্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীনকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আরেক বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান। ফেসবুকে তিনি লেখেন, প্রতিদিন এ মৃত্যু নেওয়া যাচ্ছে না। লিখতেও চাই না, খুব কষ্ট হচ্ছে। মহসীন ভাই, মহসীন স্যার ও এস এম মহসীন। দিল্লীতে ছিলেন মহসীন দাদা, ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্র। সবার প্রিয় মহসীন দাদা। এমন কী আমাদের অধ্যক্ষ, পরিচালক ইব্রাহিম আল কাজীও ডাকতেন মহসীন দাদা। স্কুলের হোস্টেল, ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত সব সমস্যার সমাধান- মহসীন দাদা। আমাদের বাংলাদেশি ছাত্রদের নির্ভরতার নাম মহসীন ভাই। তারিক আনাম খান আরও লেখেন, ভালোই তো ছিলেন। যোগ ব্যায়ামের সর্বোচ্চ নম্বরধারী। ভীষণ শৃঙ্খল জীবন যাপনে। করোনা তাকেও রেহাই দিল না! তারিক, আমারে ডাইকো, অভিনয় করতে চাই! কম বয়সীরা ‘স্যার’ না বললে খুব রাগ করতেন, খেতে খুব পছন্দ করতেন। এসব নিয়ে আড়ালে আমরা অনেকেই হাসাহাসি করেছি! মাফ চাওয়াটা তো হলো না। শেষ বিদায়টাও জানানো হলো না। অপরাধী হয়ে রইলাম! যেখানেই থাকেন ভালো থাকবেন স্যার, মহসীন দাদা, মহসীন ভাই অভিনেতা এস এম মহসীন।

পূর্ববর্তী নিবন্ধরোজিনার স্মৃতিতে ওয়াসিম
পরবর্তী নিবন্ধএবার চলে গেলেন ওয়াসীম ও এস এম মহসীন