নগরীর বৃহৎ পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জে কম দামে চিনি কিনে বেশি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে চলা এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
তিনি জানান, চট্টগ্রামের একটি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে আগাম চিনি কিনে বেশি দামে বিক্রি করে খাতুনগঞ্জের ইবনাত ট্রেডার্স বাজার অস্থিতিশীল করছিল বলে অভিযোগ পাওয়া যায়। একই অভিযোগ ছিল চাক্তাইয়ের নিশাত ট্রেডিংয়ের বিরুদ্ধেও।
অভিযোগের প্রেক্ষিতে অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠান দুটি আমাদেরকে চিনি ক্রয়ের নকল ভাউচার দেখিয়েছে। সেগুলোতে সিল, সই কিছু নেই। তাই ইবনাত ট্রেডিংকে ১৫ হাজার টাকা ও নিশাত ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।