‘কবিতার কবি, কবিতার ছবি’ টিআইসিতে আজ

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে বোধন আবৃত্তি পরিষদের আয়োজন ‘কবিতার কবি, কবিতার ছবি’। এটি এই শিরোনামে দশম আয়োজন। কবি টোকন ঠাকুর, কবি মালেক মুস্তাকিম এবং কবি রিমঝিম আহমেদের রচিত কবিতা নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। অনুষ্ঠানে কবিদের সৃষ্টি নিয়ে আলোচনা করবেন কবি আবুল মোমেন, কবি জ্যোতির্ময় নন্দী এবং কবি ওমর কায়সার। আবৃত্তি পরিবেশন করবেন বোধন সদস্যবৃন্দ। কবিতার ব্যঞ্জনা ও নান্দনিকতার শিল্পরূপকে নতুন মাত্রা দিতেই এই আয়োজন। আগ্রহী সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর তরুণ দলের সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার