কবিতা বোধ আর অভিজ্ঞতার স্বরলিপি

উচ্চারকের আয়োজনে তিন কবির অভিমত

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

কবি-কবিতা-আবৃত্তিকার-শ্রোতা এই চারটি বিষয়ের সমন্বয়ে দেশের অন্যতম প্রধান আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত অনুষ্ঠান ‘কবি ও কাব্যকথার সমন্বয়ের চতুর্দশ পর্ব অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায়। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সন্ধ্যায় আমন্ত্রিত কবি ছিলেন কবি রিজোয়ান মাহমুদ, এবার সাহিত্যে বাংলা একাডেমি পরস্কারপ্রাপ্ত কবি বিশ্বজিৎ চৌধুরী ও ২০১৭ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মারুফুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কবি রিজোয়ান মাহমুদ বলেন, কবিতা মূলত বোধ আর অভিজ্ঞতার স্বরলিপি। কবিতা মানে নিজের আবেগ অনুভূতির সাথে সম্পর্কের সম্ভোগ। কবিতা নিছকই কোনো শব্দ ব্যবস্থাপনার আড়ম্বর হতে পারে না। কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, কবিতা বেশ অভিমানী শিল্প। তাকে সমাদর না করলে, তার প্রতি অনুরাগ না থাকলে সে ধরা দেয় না। একটি শব্দ বা বাক্য কখন কীভাবে যেন করোটিতে আঘাত হানে, তারপর শরবিদ্ধ প্রাণির মতো যন্ত্রণায় ছটফট করতে থাকেন কবি। পূর্ণাঙ্গ কবিতার জন্মের পর তার মুক্তি। এটাই কবির নিয়তি।
কবি মারুফুল ইসলাম তার লিখিত বার্তায় বলেন, ভাবনারা আসে, পেয়ে বসে, আবার ছেড়েও যায়। রূপ বদলায় অনুভূতি, পূর্ণ হতে হতে ভেঙে পড়ে। অভিজ্ঞতার দরজা খটখটায়। খনন করি স্মৃতি। অনুভব করি বক্ষ স্পন্দন।
উচ্চারক সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এ এস এম এরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিদের উপস্থিতিতে তাঁদের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মেছোবাঘ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রবাসীর ৮টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগ