কবিতা হলো মানুষের পরিতৃপ্তির বিষয়। মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মুহূর্তের বিবরণ। শুধু ছন্দে ও অন্ত্যমিলে কোনো কিছু লিখলেই সেটা কবিতা হয়ে ওঠে না। কবিতা তখনই সার্থক হবে, যখন তা পাঠকের হৃদয়ে দাগ কাটবে এবং নিজের ভাবনাগুলো কবিতায় খুঁজে পাবে। রাদিয়া প্রকাশনের সাহিত্যাসরে এসব কথা বলেন বক্তারা।
গত ২৯ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয় রাদিয়া প্রকাশনের সাহিত্যাসর। এতে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকাশক সৈয়দা সেলিমা আক্তার। কবি কায়সার ইকবালের কাব্যগ্রন্থ ‘ইল্ল্যিয়ান’ এর ওপর আলোচনা করেন অধ্যাপক গোফরান উদ্দীন টিটু। এতে অন্যান্যের মধ্যে লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক নেছার আহমদ, গল্পকার বিপুল বড়ুয়া, ডা. মো. কায়সার ইকবাল, লেখক এস এম মোখলেসুর রহমান, সংগঠক এস এম আবদুল আজিজ, শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক আজিজ রাহমান, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, কবি সৈয়দা ডালিয়া, গল্পকার রুনা তাসমিনা, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কবি হেলাল চৌধুরী, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, আবৃত্তিকার সোমা মুৎসুদ্দী, সৈয়দা সেলিমা আক্তার, চৌধুরী সিয়াম ইলাহী, মো. জাহিদুল ইসলাম মাহিম, গোফরান উদ্দীন টিটু, ইফাজ খান, দিয়া বড়ুয়া, মাঈন উদ্দিন পারভেজ, শুভ্রময় বড়ুয়া, রাসু বড়ুয়া, মো. মনির উল্লাহ কাদের, নাটু বিকাশ বড়ুয়া, সাফাত বিন ছানাউল্লাহ, লতিফুল হক কাজমী, এহসান আলী, মো. সিফাত, এম কামাল উদ্দিন, আহমদ মহিউদ্দিন শিবলী, শিউলি বড়ুয়া, ফারহানা ইসলাম রুহী, মো. আসিফ ইকবাল, ফাতিন ইশরাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।