কবিকে কখনো কখনো বিবেকের কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হতে হয়

চট্টগ্রাম একাডেমির সাহিত্য সম্মাননা অনুষ্ঠানে কবি কামাল চৌধুরী

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত লেখিকা ‘মমতাজ সবুর সাহিত্যসম্মাননা ও পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠান একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কবি কামাল চৌধুরী বলেছেন, কবিতা হচ্ছে এক ধরনের অন্বেষণ আর কবির কাজ হচ্ছে অন্বেষাকে জাগিয়ে রাখা। কবিদের বিচরণ করতে হয় পাঠকের হৃদয়ে। বুঝতে হয় তাদের অনুভূতি। তিনি আরও বলেন, সমাজ বিনির্মাণে কবিতার অনেক ভূমিকা আছে। কবিতাকে কখনও কখনও বিবেকের কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হতে হয়। কবি এই সমাজেরই অংশ। সমাজে যদি কোনো কূপমণ্ডকতা থাকে, কোনো প্রতিক্রিয়াশীলতার উত্থান হয়, তখন কবিকে বিবেকের কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হতে হয়।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত ‘বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত কবি কামাল চৌধুরী উপর্যুক্ত বক্তব্য রাখেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে কবিকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পঁচাত্তরের পনের আগস্ট পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা রচনায় সাহসী ভূমিকা ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ জাতীয় পর্যায়ে উদযাপনে তাঁর আন্তরিক ভূমিকাকেও অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, গবেষক ড. মাহবুবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, কবি ও নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ আজিজ আহমেদ ভূইয়া, মহানগর দায়রা জজ ড. জেবুন নেসা। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিকশিল্পী আয়েশা হক শিমু। অনুষ্ঠানে কবি কামাল চৌধুরীর কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, কংকন দাশ। বৃন্দ আবৃত্তি করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের বাচিকশিল্পীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, গবেষক ড. মাহবুবুল হক বলেন, মমতাজ সবুর ছিলেন একজন সাহিত্যসাধক, সাহিত্যশিল্পী। তিনি গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, আত্মজীবনী লিখেছেন এবং শিশুসাহিত্য রচনা করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সাহিত্যিক মমতাজ সবুর একজন নিভৃতচারী সাহিত্যিক। শত প্রতিকূলতা উপেক্ষা করে তিনি সাহিত্য চর্চা করে গেছেন। কবি ও নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত বলেন, কামাল চৌধুরী বাংলা সাহিত্যের একজন ঈর্ষণীয় কবি। তাঁর চেতনাবোধ পাঠককে উজ্জীবিত করেছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর বলেন, ৭৫ পরবর্তী যখন অন্ধকার সময় নেমে এসেছিল সেই অন্ধকার সময়ে কবিতার মাধ্যমে সাহসী ভূমিকা পালন করেছেন কবি কামাল চৌধুরী। আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, নিভৃতচারী লেখক ছিলেন মমতাজ সুবর। তাঁর রচিত সাহিত্যে নারী সমাজের জন্য বার্তা রয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন বলেন, কামাল চৌধুরী একজন বড় মাপের কবি। তাঁর মতো একজন গুণি মানুষকে মমতাজ সবুর সাহিত্য পুরস্কার দিতে পেরে আমরা আনন্দিত। স্বাগত বক্তব্যে কবি রাশেদ রউফ বলেন, ৫০ দশকের একজন প্রতিভাবান সাহিত্যিক মমতাজ সবুর। এ গুণি সাহিত্যিকের নামে চট্টগ্রাম একাডেমি সাহিত্য সম্মাননা ও পুরস্কার প্রবর্তন করেছেন। গত বছর এ পুরস্কার পান বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এবার পেলেন কবি কামাল চৌধুরী। যিনি কবিতায় অনন্যকণ্ঠস্বর হিসেবে সমাদৃত। চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেন বলেন, কবিতার মাধ্যমে সমাজকে জাগিয়ে রাখতে হবে। যে কোন সংকটে কবিতাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। বাঙালি জাতিকে দ্রোহেবিদ্রোহে, আন্দোলনে কবিতাই প্রেরণা দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটাকা নিয়ে গান না গাওয়ায় মামলা নোবেল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধওলামা লীগকে কাছে টানছে আওয়ামী লীগ