কবি শওকত হাফিজ খান রুশ্নির ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল সোমবার বিকেল সাড়ে ৪টায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে এক স্মরণ সভা, কোরানখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করবেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মাঈনউদ্দিন, ডা. সরফরাজ খান বাবুল, অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দীন প্রমুখ। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ। প্রেস বিজ্ঞপ্তি।