উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কবি মালেক মুস্তাকিমের সাথে শুভেচ্ছা আড্ডা। গত ১২ জুলাই সন্ধ্যায় উচ্চারকের নিজস্ব কার্যালয় টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চারক কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের। অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক দেওয়ান সাইদুল হাসান, নাট্যজন ও বাউল গবেষক স্বপন মজুমদার, সংস্কৃতিসেবী প্রকৌশলী নজরুল ইসলাম, শৈশব বাচিকচর্চা কেন্দ্রের সভাপতি আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, স্বপ্নযাত্রীর সভাপতি কবি আলী প্রয়াস, তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, নজরুল গবেষক অধ্যাপক বাবলা চৌধুরী, উচ্চারক শুভানুধ্যায়ী পরিষদের সদস্য সাংবাদিক সাইদুল ইসলাম ও রেজা মুজাম্মেল।
কবি মালেক মুস্তাকিম বলেন, চট্টগ্রাম কবিতার শহর। এখানকার মানুষ কবি ও কবিতাকে ভালোবাসতে জানে। এই শহর অনেক কবির জন্ম দিয়েছে এবং অনেক কবিকে খ্যাতি এনে দিয়েছে। এখানকার মানুষ ও প্রকৃতির সান্নিধ্যে থেকে আমি সমৃদ্ধ হয়েছি।
উচ্চারকের অর্থ সম্পাদক দিপা দাশ মিতুর সঞ্চালনায় কবির কবিতা আবৃত্তি পরিবেশন করেন উচ্চারকের সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদ উদ্দিন, সদস্য রোকসানা আফরিন, ফারিহা ফেরদৌস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।