কবি নজরুল

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

চেতনার কবি তিনি

দুখিদের কবি,

মনে আঁকা নিপীড়িত

জনতার ছবি।

সাম্যেরই কবি তিনি

গায় সুরে গান,

দ্রোহে জেগে ওঠা তিনি

ঢেউ কলতান।

বুকে আঁকা অসহায় ও

শোষিতের ছবি,

সৃষ্টির সুর আলোয়

বিদ্রোহী কবি।

বুকে তাঁর ভালোবাসা

ঠোঁটে প্রেমবাঁশি,

প্রিয় কবি নজরুল

তাঁকে ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধপালোয়ান
পরবর্তী নিবন্ধঢাকায় রেললাইনে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা, প্রেমিক গ্রেপ্তার