প্রথিতযশা সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্তের ৮৫তম জন্মবার্ষিকীতে সাহিত্য সভার আয়োজনে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। গত ২২ জানুয়ারি পটিয়া ধলঘাটস্থ বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট মিলনায়তনে সাহিত্য সভার সংগঠক, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পটিয়াবাসী কবিকে ফুলেল শুভেচ্ছা জানান। কবির রচিত কবিতা আবৃত্তি, তাঁর শিক্ষাজীবন, বিশ্বভারতীতে শিক্ষা কার্যক্রম শেষে স্বদেশে ফিরে আসা, শিক্ষকতা, সাংবাদিকতা নিয়ে দাদুমণির প্রোফাইল পাঠ করা হয়। এতে কবিকে নিবেদিত কবিতা পাঠ করেন সাহিত্য সভার সদস্যবৃন্দ। অরুণ দাশগুপ্তের সৃষ্টিশীল কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, নাট্যব্যক্তিত্ব অধ্যাপক ম. সাইফুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব মোস্তাফা কামাল যাত্রা, লেখক ও গবেষক আহাম্মদ কবীর, ১০ নং ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, শিক্ষক প্রবোধ রায় চন্দন, সংগঠক জয়নাল আবেদীন, সাবেক কমিশনার সাখাওয়াত হোসেন সানু, চারুশিল্পী হামেদ হাসান, ফারুক আহমেদ রাজু।
ঘাতক ব্যাধির সংক্রমণে, জরা ক্লিষ্টতায় বিবর্ণ সময়ে এই প্রাজ্ঞজন সংবর্ধনা প্রাণজাগানিয়া সুবাতাস বইয়ে দেয় সংবর্ধিত কবি ও সমাগত অংশীজনদের অন্তরে। আলোচকগণের উচ্চারিত বাক্যমালায় উৎসারিত হয় কবির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা। কামনা করেন দীর্ঘায়ু।
১৯৩৬ সালের ১ জানুয়ারি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম নেন অরুণ দাশগুপ্ত। ১৯৭৩ সাল থেকে দৈনিক আজাদীতে কাজ করেন। ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক। কবিতা, চিত্রকলা, ছোটগল্প, সঙ্গীত ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। বৌদ্ধ একাডেমী পুরস্কারসহ অনেক পুরষ্কার, সাহিত্য সংস্কৃতি কর্মীদের অগাধ শ্রদ্ধা অর্জনকারী অরুণ দাশগুপ্ত রচিত ও প্রকাশিত গ্রন্থাবলী- রবীন্দ্রনাথের ছয় ঋতুর গান ও অন্যান্য, নবীনচন্দ্র সেন, কবিতা চিন্তা ও অন্যান্য প্রবন্ধ, কবিতার বই- খাণ্ডবদাহন। তাঁর সাংবাদিক জীবনের বর্ণাঢ্য কর্মকাণ্ড তাঁকে ঈর্ষণীয় স্থান দান করেছে। প্রেস বিজ্ঞপ্তি।