ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শাফিন আহমেদের কফিন। সেখান থেকে শাফিনের মরদেহ গুলশানে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ম্যানেজার রাহাত। খবর বিডিনিউজের।
তিনি গ্লিটজকে বলেন, বিমানবন্দর থেকে শাফিনের মরদেহ গুলশানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিকভাবে রাখা হবে। আজ মঙ্গলবার গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে শাফিনকে।
বড় ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়তে গিয়ে পশ্চিমের সংগীতের সঙ্গে সখ্য হয় শাফিনের। শুরু হয় তার ব্যান্ড সংগীতের যাত্রা। পরে ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে তারা গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’।
প্রথম কয়েক বছর তারা বিভিন্ন পাঁচতারা হোটেলে ইংরেজি গান গাইতেন। এরমধ্যেই প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’। পরে মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে। ওই অ্যালবামের জনপ্রিয়তার পর বিটিভিতে বিভিন্ন গানের অনুষ্ঠানে দেখা যেতে থাকে মাইলসকে। ধীরে ধীরে মাইলস দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদলে পরিণত হয়।