কন্যাসন্তানের বাবা হলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৪ পূর্বাহ্ণ

জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষকব্যাটার মুশফিকুর রহিম কন্যাসন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি ও নবজাতক দুজনেই বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন মুশফিক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুমমহান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মামেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিয়ে হয় মুশফিকের। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর তাদের ঘর আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান মায়ান। এদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ৯ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ শেষে দেশে ফিরেন মুশফিক।

পূর্ববর্তী নিবন্ধতবুও নাঈমকে নিয়ে আশাবাদী নির্বাচক রাজ্জাক
পরবর্তী নিবন্ধশোভনীয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার ফ্রেন্ডস গ্রুপের জয়