চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ–১৮ এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ‘মেহফিলে গজল এর আসরের আয়োজন করা হয়েছে। এতে ভারত, পাকিস্তান, দুবাই আবুধাবী গজল শ্রোতাদের সমাদ্রিত বরেণ্য কন্ঠশিল্পী শাহজাহান খান একক সংগীত পরিবেশন করেন। শিল্পী ওস্তাদ মেহেদী হাসানের গজল দিয়ে শুরু করে এক অপূর্ব সিকিউন্সে ওস্তাদ গোলাম আলী খাঁর বেশ কিছু জনপ্রিয় গজল গেয়ে উপস্থিত শ্রোতাদের মোহিত করে রাখেন। এরপর এক নতুন চমকে কিছু বাংলা হিন্দী শ্রুতিমধুর কম্পেজিশনের মিডলী ধারাবাহিকভাবে গেয়ে যান। গানের আবেশে মুগ্ধ হয়ে নিজেদের হারিয়ে ফেলার মতই। প্রেস বিজ্ঞপ্তি।