সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপো ট্র্যাজেডির উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম সেনানিবাসের তিন শতাধিক সেনা সদস্য গতকাল সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেন।
গতকাল সকাল ১০ টা থেকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনের নির্দেশনায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন।
সরজমিনে ঘটনাস্থলে সেনা সদস্যদের ভিড় সামলানো থেকে শুরু করে কন্টেনারগুলোকে সরানোর কাজ পর্যন্ত সবই করতে দেখা গেছে। আগুন যাতে আর ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কেমিক্যাল ভর্তি কন্টেনারগুলো এক পাশে সরানোর উদ্যোগ নেন তারা। একই সাথে ভালো কন্টেনারগুলোকে দূরে সরিয়ে নেয়ার কাজও তদারকি করছিলেন।
গতকাল দুপুরেও বিভিন্ন কন্টেনারে আগুন জ্বলছিল। আশংকা করা হচ্ছিল নতুন করে বিস্ফোরণের। সকালের দিকেও বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে নতুন বিপর্যয় ঠেকানোও অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠে। সেনাবাহিনীর সদস্যরা নিজেরা পুরো ডিপোর নিয়ন্ত্রণ নিয়ে সংবাদকর্মীসহ অনাহুত ভিড় করা লোকদের সরিয়ে শৃংখলা আনেন। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছিলেন। গাউছিয়া কমিটি এবং রেড ক্রিসেন্টের সদস্যরাও লাশ উদ্ধারে নিরলসভাবে কাজ করছিলেন। গাউসিয়া কমিটি সবগুলো মরদেহ গোছল দেয়াসহ আনুষাঙ্গিক কাজগুলোও সম্পন্ন করছিল।