কনস্টেবল শওকতকে মানবিক ইউনিট থেকে বদলি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

নগরীতে স্বজনহীন রোগী খবর পেলেই ছুটে যাওয়া সিএমপির কনস্টেবল শওকত হোসেনকে মানবিক পুলিশ ইউনিট থেকে বদলি করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি এক আদেশে তাকে বন্দর জোনে বদলি করা হয়। বিষয়টি নিয়ে গুঞ্জন উঠেছে যে, একটি মাহফিলে দেয়া বক্তব্যের জেরে তাকে বদলি করা হয়। নগরীতে স্বজনহীন মানুষদের নিভৃতে চিকিৎসা সহায়তা দিয়ে আসছিলেন শওকত। ২০১৯ সালের ২৯ নভেম্বর নগর পুলিশের কল্যাণ সভায় শওকত উক্ত বিষয়টি তুলে ধরেন। তার বক্তব্য শুনে তখনকার পুলিশ কমিশনার মাহবুবর রহমান ৫০ হাজার টাকার ফান্ড দিয়ে ‘মানবিক পুলিশ ইউনিট’ চালু করেন। এরপর ২০১৯ সালের ১ ডিসেম্বর ডিসি(সদর)-কে প্রধান করে ১০ সদস্যের এই ইউনিট গঠন করা হয়। আর মাঠের টিম লিডার করা হয় শওকতকে। গত ১৯ ফেব্রুয়ারি ডবলমুরিং থানাধীন পানওয়ালা পাড়ায় একটি মাহফিলে বক্তব্য রাখেন শওকত। তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক চলছে। এবিষয়ে সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর বলেন, দীর্ঘদিন ধরে মানবিক পুলিশ ইউনিটে কাজ করে আসছিলেন শওকত। নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে বন্দর জোনে বদলি করা হয়। তবে এটাও ঠিক, কয়েকদিন আগে মিলাদ মাহফিলে তার দেয়া বক্তব্যে আলেম সমাজের অনেকে আঘাত পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সাথে করাচি বন্দরের যোগাযোগ স্থাপনে গুরুত্ব
পরবর্তী নিবন্ধ২ নম্বর গেইটে ফিরছে এসপি অফিস